• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

টাঙ্গাইলে ছাত্রলীগের মোটরসাইকেল বহরে হামলা, আহত ৪

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলের বাসাইলে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীদের।

আহতরা হলেন- হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০), সদস্য ছাব্বির (২৩) ও সানী (২২)।

আহতদের অভিযোগ, হাবলা ইউনিয়নে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের আধিপত্য বিস্তারের জন্য বেশ কিছুদিন যাবত আমাদের ওপর হামলার পরিকল্পনা করে আসছিল।

আজকে মোটরসাইকেল নিয়ে আসার সময় হাবলা বাজারের কাছাকাছি আসলে হঠাৎ হাবলা ইউনিয়ন বিএনপির ২ নম্বর সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে ছাত্রদলের নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়াম তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, বাসাইল উপজেলার হাবলা থেকে চারজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের শরীরে কিছুটা বাহ্যিক আঘাতের চিহ্ন আছে। আহতদের তিনজনের মাথা এবং হাতে ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ  বলেন, এ ঘটনায় উভয়পক্ষেই হতাহত হয়েছে। একপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।