• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শেখ রাসেল দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

সারাদেশের ন্যায় আগামী ১৮ অক্টোবর সোমবার টাঙ্গাইলেও শেখ রাসেল দিবস পালন করা হবে। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং এর আয়োজন করা হয়।  জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত প্রেস বিফ্রিং এ বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

জেলা প্রশাসক আতাউল গণি বলেন, শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ৭টায় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে অস্থায়ীভাবে স্থাপতি শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকল শ্রেণী পেশার উপস্থিতিতে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হবে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্যসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন সেমিনার এবং শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ও পাওয়ার পয়েন্টে স্লাইড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে। তিনি আরো বলেন, প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে শেখ রাসেলের ভাস্কর্য নির্মাণ করা হবে। এদিন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।