• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সড়ক দুর্ঘটনায় সাভারে একজন নিহত, ধামরাইয়ে আহত ২৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কানজক বলে জানা গেছে। অপরদিকে সাভারে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।


শনিবার (১৩ নভেম্বর) সকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকালে ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী মায়েরদান পরিবহনের একটি বাস ধামাইয়ের ডাউটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা রূপসা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুই তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত আকবর ও সুরুজ জানান, দ্রুতগতির বাস দুটি ওভারটেকিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।


ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে সাভারের থানা রোড এলাকায় বাসচাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি আটতক করলেও চালক পলাতক।