• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

৩২ সদস্যকে লেখক সম্মাননা দিলো ডিআরইউ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা দেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছর প্রকাশিত সৃজনশীল, মননশীল বইয়ের জন্য সংগঠনের ৩২ জন সদস্য লেখককে এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) ডিআরইউ ভবনে সম্মাননা প্রাপ্ত ৩২ জনের হাতে ক্রেস্ট, উপহার সামগ্রী, বই ও অর্থ তুলে দেওয়া হয়।

ডিআরইউতে আয়োজিত সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সঞ্চালনায় ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল। সম্মাননা প্রাপ্তদের কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ডিআরইউ লেখক সম্মাননা পেয়েছেন প্রতিশ্রুতিশীল লেখক সাংবাদিক আহমেদ আল আমীন। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় লেখক আহমেদ আল আমীনের লেখা বই-‘ঝোপেঝাড়ে তারা জ্বলে’। বইটিতে বিভিন্ন বিষয়ের ওপরে বেশ কিছু গল্প স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে নওরোজ সাহিত্য সম্ভার, প্রচ্ছদ করেছেন শফিক আহমেদ।