• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

চলন্ত ট্রাকে ক্লান্ত শ্রমিকের প্রশান্তির ঘুম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

হেমন্তের মধ্যদুপুর। রাজধানীর মগবাজার মোড় থেকে তেজগাঁওগামী সড়কে দ্রুতগতিতে ছুটে চলেছে অসংখ্য যানবাহন। চারদিকে গাড়ির হর্নের শব্দ। মানুষের চিৎকার-চেঁচামেচি। উচ্চস্বরে চালককে সতর্ক করছেন বাসের হেলপার, ‘ওস্তাদ খেয়াল কইরেন, বায়ে প্লাস্টিক বডি (প্রাইভেটকার)’।

এক নাগাড়ে সাইরেন বাজিয়ে চলেছে রোগীবাহী অ্যাম্বুলেন্স। সাইড না পেয়ে অনবরত হর্ন বাজাচ্ছেন মোটরসাইকেলের চালকরাও। ঘাড় ফিরিয়ে রিকশাচালকদের কৈফিয়ত, ‘মামা, এক ইঞ্চিও জায়গা নেই। সাইড দিমু কেমনে?’

হঠাৎ মগবাজার মোড়ের অদূরে রেলওয়ে ক্রসিংয়ের সামনে গিয়ে থমকে যায় সব যানবাহন। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন ব্যস্ত এই সড়ক অতিক্রম (ক্রসিং) করছে। তার আগেই ব্যারিকেড ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। ঝক ঝকাঝক ঝক শব্দে চোখের নিমিষেই চলে যায় ট্রেন।

ঠিক সেসময় ক্রসিংয়ের খুব কাছে অপেক্ষমাণ ট্রাকের দিকে দৃষ্টি অনেকের। কারও মুখে মুচকি হাসি, কেউবা বিস্ময়ে দেখছেন। ট্রাকে স্টিলের পুরোনো দরজা-জানালাবোঝাই। তার ওপর বেঘোরে ঘুমাচ্ছেন ৮-৯ যুবক। গাড়ির হর্ন, চিৎকার-চেঁচামেচি তো দূরের কথা; ট্রেন চলার শব্দেও নড়াচড়া নেই তাদের। প্রশান্তির ঘুমে তারা।

ট্রাকে জেগে থাকা কয়েকজন যুবক তখন দাঁড়িয়ে ট্রেন যাওয়া দেখছিলেন। বেঘোরে ঘুমানো যুবকদের ব্যাপারে তারা বলেন, ‘ওরা সবাই দিনমজুর। ভবন নির্মাণের কাজ করেন। সারারাত জেগে ছাদ ঢালাইয়ের কাজ করেছেন। ওরা খুব ক্লান্ত। ট্রাকেই ঘুমিয়ে পড়েছে। গন্তব্যে পৌঁছানোর আগে চারপাশে যাই হোক, ওদের ঘুম ভাঙানো যাবে না।’