• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে উচ্চশিক্ষায় নেপাল সরকারের আগ্রহ প্রকাশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ঢাকাস্থ নেপাল দূতাবাসের উপ-প্রধান কুমার রাই পরিদর্শন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নেপালি শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট সোসাইটি পরিদর্শন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একাডেমিক প্রযোজনা উপভোগ করেন কুমার রাই। পরে সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে ফোনালাপ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সম্পর্কে জানতে আগ্রহ ব্যক্ত করেন নেপাল দূতাবাসের উপ-প্রধান।

কুমার রাই বলেন, নেপাল-বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। বর্তমানে এ দুটি দেশ শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কাজ করছে। নেপালের অনেক শিক্ষার্থী বাংলাদেশে শিক্ষা ও গবেষণা করছে। এখানে নেপালি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আমাদের আগ্রহ আছে।

এ সময় অধ্যাপক ইস্রাফিল আহমেদ, অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান, ফাহমিদা আক্তার, চৌধুরী রুবাইয়াৎ আহমেদ, মহিবুর রৌফ প্রমুখ উপস্থিত ছিলেন।