• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বাসাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২৫ নভেম্বর)  বাসাইল উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

উল্লেখ্য উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩৩ জন ফাইজার ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেন। এ দিকে শুধুমাত্র রেজিষ্টেশন কার্ড প্রদর্শন করে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে এইচএসসি পরীক্ষার আগে এই টিকা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।