• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বাসর ঘরে নয়, বর গেলেন শ্রীঘরে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন নববিবাহিত যুবক মাসুম বিল্লাহ (৩৬)। শনিবার রাতে বউভাত অনুষ্ঠান শেষে বাসার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে ওয়ারেন্টভুক্ত আসামি বরকে গ্রেফতার করে পুলিশ। বিয়ে বাড়ির লোকজনের বরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ সত্বেও পুলিশ মাসুমকে আটক করে ।ঘটনাটি ঘটেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন তিনি। অবশেষে ২৭ নভেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু বেরসিক পুলিশ আসামি মাসুম বিল্লাহ্কে গ্রেফতার করার কারণে তার বাসর ঘর করা হয়নি। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বলেন, নারায়নগঞ্জ জেলার একটি দ্রুত বিচার আইনে ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।