• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

এক ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থীর ১০ জনই হারালেন জামানত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১  

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের ১০ ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ হয়েছে। ইতোমধ্যে ভোটের ফলাফলও ঘোষণা করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। তবে এ আট ইউনিয়নের ২০ চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করা ১২ প্রার্থীর ১০ জনই নিজেদের জামানত খুইয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) ভাড়ারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিসের তথ্যমতে, জেলার পুটাইল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল জলিল, নবগ্রামে বিএনপির স্বতন্ত্র নুরুল ইসলাম নুরু, দিঘী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নুসরাত ইসলাম নুপুর, বিএনপির স্বতন্ত্র মতিয়ার রহমান, আটিগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আতোয়ার রহমানস, জাতীয় সমাজতান্ত্রিক দলের মঞ্জুরুল আলম, বিদ্রোহী মো. গাজী সালাউদ্দিন টিটু, কৃষ্ণপুরে জাতীয় পার্টির আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের মাহমুদুল মোস্তফা, স্বতন্ত্র মো. জাবেদ আলী সরকার এবং ভাড়ারিয়া ইউনিয়নে বিদ্রোহী আব্দুল কাদের, সিরাজুল ইসলাম, সিদ্দিক খান, সাইফুল হক, সামসুল হক সাগর, দেলোয়ার হোসেন, আবুল খান দীপক, বিদ্রোহী জাফর ইমাম শাহজাদা, সাহিদ হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী বাদশাহ মিয়া জামানত হারিয়েছেন।

কোনও প্রার্থী নির্বাচনি এলাকার মোট ভোটের আট শতাংশের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। তৃতীয় ধাপে হওয়া এ জেলার ১০ ইউনিয়নের নির্বাচনে আটটিতেই নৌকার প্রার্থীরা বাকি দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।