• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ক্যান্সার আক্রান্ত সাংবাদিকের পাশে উপজেলা চেয়ারম্যান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১  

সাভারে ক্যান্সার আক্রান্ত প্রবীণ সাংবাদিক সঞ্জীব সাহার চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় তিনি বলেন, ‘আমার পিতা প্রয়াত ওয়াসিল উদ্দিন একজন নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের দেখলেই বাবার স্মৃতি মনে পড়ে যায়। সাংবাদিকরা আমার পরিবারের সদস্য। তাদের অসুস্থতা বা কোনো বিপদের কথা শুনলে আমার হৃদয়ে নাড়া দেয়।’   

ক্যান্সারে আক্রান্ত অসুস্থ সাংবাদিক সঞ্জীব সাহার খোঁজ নিতে যেয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব একথা বলেন।   

রাজীব বলেন, সাংবাদিক সঞ্জীব সাহার চিকিৎসার জন্য পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

এসময় সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মিঠুন সরকার, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপকুর রহমানসহ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শরফউদ্দিন আকাশ, সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. রাজু আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমান পাভেল, সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাঈফ আহমেদ নাসিম, সাভার পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ প্রমুখ নেতা-কর্মীরা।

সঞ্জীব সাহার ভাই উৎপল সাহা জানান, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব আমার দাদার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে বাসায় এসেছিলেন। দাদার সার্বক্ষণিক খবর নিয়ে যাচ্ছেন তিনি। অভিভাবক হিসেবে তিনি দাদাকে উন্নত চিকিৎসায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।