• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: মামলা ১০, গ্রেপ্তার ৩০

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

ঢাকার আশুলিয়ায় মজুরি বৈষম্যের অভিযোগে টানা আট দিনের কর্মবিরতি, বিক্ষোভ, ভাংচুর ও সড়ক অবরোধের ঘটনায় ১০টি মামলা হয়েছে এসব মামলায় এক হাজারের অধিক আসামী রয়েছে এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় দুটি পোশাক কারখানা মামলা দায়ের করেছে এসব ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে

এদিকে, টানা আট দিন শ্র্রমিক অসন্তোষের পর মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে তৈরি পোশাক  শ্রমিকরা কাজে ফিরলেও বিভিন্ন কারখানায় ঝুলছে সাময়িক বরখাস্তের নোটিশ বিভিন্ন কারখানা থেকে এক হাজারের বেশি শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দাবি শ্রমিক সংগঠনের

মজুরি বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়া ও গাজীপুরে টানা শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিনই মহাসড়ক অবরোধ করে এ সময় শত শত গাড়ি মহাসড়কে আটকা পড়ায় ব্যাপক যাত্রী ভোগান্তি হয় আন্দোলনকারীরা বিক্ষিপ্তভাবে ভাংচুরও চালায়

আন্দোলনের মুখে সরকার কয়েকটি ধাপে শ্রমিকদের মজুরি কাঠামো সংশোধন করেছে

গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার বুড়ির বাজার, জিরাবো ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার এ আর জিন্স পডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিমিন ওয়ার লিমিটেড ও বার্ড গ্রুপ, নীট এশিয়াসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের ছবি সম্বলিত সাময়িক বরখাস্তের তালিকা কারখানার মূল ফটকে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না ! তাই শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে থাকে শ্রমিক অসন্তোষের ঘটনায় যারা নাশকতাকারী এবং ভাংচুরের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু কোনো নিরপরাধ শ্রমিক যেন ছাঁটাইয়ের শিকার না হয় সে বিষয়েও কর্তৃপক্ষকে খেয়াল রাখারও পরামর্শ দেন তিনি

বুধবার বিকালে আশুলিয়া জামগড়ায় শ্রমিক আন্দোলন নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি বলেন, সাভার-আশুলিয়া শ্রমিকরা সবাই কাজে যোগ দিয়েছেন নিরীহ শ্রমিক কেউ হয়রানির শিকার হবে না তাই সাধারণ শ্রমিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই শ্রমিক আন্দোলনের সময় দুস্কৃতকারীদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের হয়েছে এ ঘটনায় এখন পযন্ত ২৫ থেকে ৩০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে  এ সময় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীম, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার সাঈদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন