• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ফেরি স্বল্পতায় ঘাট এলাকায় যানজট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি স্বল্পতা, ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে গতকাল বুধবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি পারাপারের জন্য আসা বাস ও ট্রাকের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। এ সময় ফেরি পারাপারের জন্য পাটুরিয়া ঘাট এলাকায় আসা বাস, কোচ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করায় ট্রাক চালকদের ২-৩ দিন ধরে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় পড়ে থাকতে হয়। পাটুরিয়া ট্রাক টার্মিনালে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ট্রাক চালকদের জন্য ঘাটে কোনো বিশ্রামাগার না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের নিচে মাদুর বিছিয়ে ও বিভিন্ন চায়ের দোকানে সময় কাটাতে হচ্ছে তাদের। অন্যদিকে ঘাটে যানজট দেখা দিলে এক শ্রেণির দুর্নীতিবাজ ভাতের হোটেল ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করছেন। খাদ্যদ্রব্যে অতিরিক্ত মূল্য নেওয়ার ব্যাপারে কেউ প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত হতে হয় বলে অনেক ভুক্তভোগী যাত্রী জানিয়েছেন।

আরিচা বিআইডব্লিউটিসির অফিস সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিস্বল্পতা, ঘনকুয়াশায় স্বাভাবিকভাবে ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের চাপ বৃদ্ধি পদ্ধতিতে ও ওয়ানওয়ে করে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় যানজট দেখা দেয়। নদীতে পানি দ্রুত হ্রাস পাওয়ায় ফেরি থেকে যানবাহন লোড-আনলোড করতেও সমস্যা হচ্ছে। এদিকে এ নৌ-রুটে চলাচলকারী ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় ফেরিগুলো বার বার বিকল হয়ে পড়ছে। এ কারণেও ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে শাহ মুখদুম, ভাষা শহীদ বরকত, চন্দ্র মল্লিকা ও কেরামত আলী নামের চারটি ফেরি বিকল হয়ে মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানায় পড়ে রয়েছে। ফলে এ নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বোয়ালমারীগামী সূর্যমুখী বাসের চালক টুটুল হোসেন জানান, গতকাল বুধবার সকাল ৯টায় গাবতলী থেকে বাস ছেড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু দুপুর ২টা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে উঠতে পারেননি তিনি। ঢাকার শ্যামলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সুন্দরবন বাসের চালক আখিনুল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় বাস ছেড়ে সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত ঘাটে অপেক্ষায় থেকেও ফেরিতে ওঠতে পারেননি তিনি।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম জিল্লুর রহমান জানান, এ নৌরুটে ফেরি স্বল্পতা, রাতে ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত ও যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী এনামুল হক অপু জানান, এ নৌরুটে চলাচলরত ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো। এ কারণে বেশির ভাগ ফেরি বার বার বিকল হয়ে পড়ছে। ফেরি মেরামতে থাকায় যানবাহন কম পারাপার হওয়ায় ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।