• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে বিনা অনুমতিতে খালের ওপর কালভার্ট নির্মাণের অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নির্দেশ অমান্য করে খালের মধ্যে কালভার্ট ও গাইড ওয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার আজগানা ইউনিয়নের ভুলোয়া খালে এই কালভার্ট ও গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে ভুলোয়া ও চানপুর মৌজায় গড়ে উঠা ইটভাটার মালিকরা খালের প্রবাহ বা গতিপথ বন্ধ করে এই কালভার্ট ও গাইড ওয়াল নির্মাণ করেছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন

এলাকাবাসী জানান, খালটি আজগানা ইউনিয়নের ঘাঘড়াই কুড়াতলী থেকে শুরু হয়ে ভুলোয়া হয়ে বেলতৈল গ্রামের ভেতর দিয়ে বংশাই নদীতে মিলিত হয়েছে দীর্ঘ চার কিলোমিটার আনুমানিক ৪শ ফুট ও সর্বনিন্ম ১শ ফুট পাশের এই খালটি দিয়ে উপজেলার বাঁশতৈল এবং আজগানা ইউনিয়নের বিভিন্ন বাইদ (নিচু) এলাকার পানি নিস্কাশন হয়ে থাকে যুগ যুগ ধরে এভাবেই ওইসব এলাকার ১৫/২০টি গ্রামের পানি নিস্কাশন হয়ে আসছে কিন্তু এ বছর ওই খালের ভূলোয়া এলাকায় সরকারি অনুমতি বিহীন আনুমানিক ৬ফুট প্রশস্ত ও ২৫ ফুট লম্বা একটি কালভার্ট নির্মান করেছে ইট ভাটা মালিকরা

বিনা অনুমতিতে সরকারি খালের উপর কালভার্ট নির্মানের ঘটনাটি এলকাবাসীর মাধ্যমে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন জানতে পেরে তিনি গত ৯ জানুয়ারি ঘটনাস্থলে গিয়ে নির্মাণ শ্রমিকদের আটক করে নিয়ে আসেন পরে আজগানা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম ১৪ জানুয়ারির মধ্যে ওই কালভার্ট ভেঙ্গে ফেলা হবে এই মুচলেকা দিয়ে নির্মাণ শ্রমিকদের ছাড়িয়ে নেন কিন্তু ওই কালভার্টটি না ভেঙ্গে আজ মঙ্গলবার উল্টো কালভার্টের উভয় পাশে কমপক্ষে ২০ ফুট লম্বা ১০ ইঞ্চি পুরো গাইড ওয়াল নির্মাণ করেছেন তারা এতে ওই অঞ্চলের পানি নিষ্কাশন মারাত্মক ভাবে বিঘ্নিত হবে বলে এলাকাবাসী জানিয়েছেন

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু দেখবেন বলে তিনি জানিয়েছেন