• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় জমির সীমানা প্রাচীর নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় আব্দুল মান্নান মিয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় কালিয়াকৈর আফরোজা আক্তার ঝুমুরকে আটক করেছে পুলিশ।


নিহত আব্দুল মান্নান মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার মো. হযরত আলী মিয়া ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, জিসান ও জাহাঙ্গীর।

এলাকাবাসী জানান, নিহত মান্নান মিয়ার সঙ্গে প্রতিবেশি সেলিম মাস্টারের দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে মান্নান দুই বাড়ির মাঝখানে টিনের বেড়া দেন। এ সময় সেলিম মাস্টার ও তার স্ত্রী ঝুমুর কয়েকজনকে নিয়ে হামলা চালান এবং টিনের বেড়াটি ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে আহত হন মান্নান মিয়াসহ তিনজন।


পরে গুরুতর আহত অবস্থায় মান্নান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার (৯ জানুয়ারি) সকালে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মান্নান মিয়া মারা যান। পরে খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঝুমুকে আটক করে। এ ঘটনায় অপর অভিযুক্ত সেলিম মাস্টার পলাতক রয়েছেন।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব বিস্তার করে হুমকি দিচ্ছিল। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, আমরা ওদের ফাঁসি চাই।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের দ্রুত আটক করা হবে। নিহতের লাশ থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।