• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে করোনায় একজনের মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

মানিকগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১০২ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময় মারা গেছেন একজন রোগী।
 বিকেল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় এ পর্যন্ত ৪৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০০ জনের শরীরে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৯৫ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১২৬ জন রোগী।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আওয়াতধীন কোভিড ডেডিকেটেড ইউনিটে বর্তমানে করোনা পজিটিভি রোগী চিকিৎসাধীন আছেন ৪ জন। এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪ জন।

সিভিল সার্জন মোয়াজ্জেম আলী বলেন, ‘জেলায় আবারও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া করোনার সংক্রমণ রোধে মানিকগঞ্জবাসীকে সরকারের দেওয়া ১১ টি বিধিনিষেধ মেনে চলতে হবে।’