• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জাবিতে ব্যতিক্রমী ‘হিম উৎসব’ শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

সু আশায় কেটে যাক কু আশার ঘোর’ এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘হিম উৎসব-২০১৯’ সব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালনায় ও ‘পরম্পরায় আমরা’র আয়োজনে এ উৎসব শুরু হয়েছে 

উৎসবের প্রথমদিন বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ছিল হিমযাত্রা, সাপ ও লাঠি খেলা, মনিপুরী নৃত্য, সঙ এবং গাজী কালুর গান

দ্বিতীয় দিন শুক্রবার থাকবে আর্ট ক্যাম্প এবং শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

শেষ দিন শনিবার সকাল ১১টায় থাকছে কনসার্ট এবং বাংলা ফাইভ’র অ্যালবাম ‘কনফিউশন’ এর প্রকাশনা এ ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে থাকবে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী

অনুষ্ঠানের বিষয়ে আয়োজক সংগঠকরা জানান, ‘বর্তমানে আমাদের সমাজ থেকে লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে আমরা চাই আমাদের লোকজ সংস্কৃতি হাজার বছর টিকে থাক আমাদের পরিচয় আমাদের সংস্কৃতিতে, আমাদের ভাষায়, আমাদের নিঃশ্বাসে আমরা বেঁচে থাকি গানে, কবিতায় আমরা নিজেদের মাঝে লালন করি আমাদের সংস্কৃতি তাই আমরা চাই আমাদের এই আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতি যেন ফিরে পায় নতুন প্রাণ