• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে মা ও দুই ছেলেকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

ধামরাইয়ে ব্যক্তি মালিকানা জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দিলে জমির মালিকের স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই ছেলেকে ঠিকাদারের লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে আহত স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনাটি ঘটেছে উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামে

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, চাউনা প্রাথমিক বিদ্যালয় থেকে ঘোড়াকান্দা বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের সময় ঠিকাদারের লোকজন বৃহস্পতিবার চাউনা গ্রামের লালমিয়ার জমির ওপর (তিন ফুট প্রস্থ ও ৫০ ফুট দৈর্ঘ্য) মাটি কাটতে থাকে এ সময় লালমিয়ার স্ত্রী আলেয়া ও তার দুই ছেলে ইস্রাফিল ও সুমন (দশম ও নবম শ্রণির ছাত্র) বাধা দেয় এ সময় তাদের সঙ্গে ঠিকাদারের লোকজনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের লোকজন তাদের বেদম মারপিট করে এতে গুরুতর আহত হয় আলেয়া বেগম তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ঠিকাদারের লোকজন পালিয়ে যায় পরে আলেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে

এ বিষয়ে ভুক্তভোগী লাল মিয়া জানান, সরকারি খাস জমি দিয়ে রাস্তা নির্মাণ না করে আমার জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চায় এতে বাধা দিলে ঠিকাদারের লোকজন আমার স্ত্রী ও দুই ছেলেকে মারপিট করে

এ বিষয়ে ঠিকাদার রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি