• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় কর্মসূচি গ্রহণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

ঢাকার ধামরাই থানা পুলিশ ও বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই   যৌথভাবে উপজেলাব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় কর্মসূচি হাতে নিয়েছে উপজেলার পঞ্চাশটিরও বেশি স্কুল ও কলেজকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে

গত বুধবার ( ১৬ জানুয়ারি) সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয় পরবর্তীতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হবে

 বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত শিক্ষার্থীসহ অন্যরা এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী প্রতিজ্ঞা করে

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ বেনজীর আহমদ

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, পৌর মেয়র গোলাম কবির, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সানোড়ার ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, বাইসা কান্দার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান