• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে আলোর ফেরিওয়ালা! ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯  

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ মাননীয় প্রধান মন্ত্রীর এই শ্লোগানকে সত্যিকার অথের্ই বাস্তবায়ন করতে টাঙ্গাইলের মির্জাপুরে ফেরি করে গ্রাহকদের বাড়ি বাড়ি বিদ্যুসংযোগ দিচ্ছেন পল্লী বিদ্যুবিভাগ জামানত জমাদানের মাত্র মিনিটেই পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার তার সংযোগ দিয়ে ঘরে বাতি জ্বেলে দিচ্ছেন

গ্রাহকদের এখন আর বিদ্যুৎ অফিসে যেতে হচ্ছে না বিদ্যুবিভাগের কর্মকর্তা-কর্মচারীগনই বাড়ি বাড়ি গিয়ে ঝামেলা মুক্ত ভাবে গ্রাহকদের বিদ্যুসংযোগ দিয়ে যাচ্ছেনবিদ্যুবিভাগের এমন উদ্যোগ্যটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে সেই সঙ্গে তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলার বেশ কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, পল্লী বিদ্যুৎ বিভাগ মির্জাপুর  গোড়াই জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ভ্যানগাড়িতে ফেরি করে  গ্রাহকদের বাড়িতে বিদ্যুসংযোগ দিচ্ছেন তাদের এই প্রকল্পের নাম দিয়েছেন আলোর ফেরিওয়ালা

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি- মির্জাপুর গোড়াই জোনাল অফিস সুত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নের গ্রামে গ্রামে আলোর ফেরিওয়ালা ভ্যানগাড়িতে ড্রফ তার ও মিটার নিয়ে গ্রাহকদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে

অফিস সুত্র জানায়, মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের আওতায় মির্জাপুর উপজেলায় ৯৫ ভাগ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছেনদুটি জোনাল অফিসের মাধ্যমে পর্যন্ত গ্রাহক সংখ্যা এক লাখ ৪ হাজারযে ভাবে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আগামী (-) মাসের মধ্যে মির্জাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুঘোষণা করা হবে

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি- গোড়াই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান এবং এজিএম (ওএনএন) মো. মঞ্জুরুল আলম জানান, এক সময় গ্রাহকদের বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নানা ভাবে হয়রানীর শিকার হতে হত এখন সে চিত্র একবারেই পাল্টে গেছে

গ্রাহকদের বিভিন্ন পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে যাতে হয়রানীর শিকার হতে না হয় সে জন্য অফিসগুলো নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্রাহকদের জন্য বসানো হয়েছে হেল্প ডেক্স কর্নার গ্রাহকরা বিভিন্ন আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধ, জামানত জমা ও উত্তোলনসহ যে কোন সেবা এই হেল্প ডেক্স কর্নারের মাধ্যমে বিনামুল্যে সেবা গ্রহণ করতে পারছেন