• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২৬ জাানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার প্রায় ‍এক কিলোমিটারজুড়ে প্রায় ৫০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও বেশকিছু রাইজার জব্দ করা হয়।

এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যাবস্থাপক আ. মান্নান জানান, তারা এর আগে গত ১৮ জানুয়ারি এই এলাকায় অভিযান পরিচালনা করেন। কিছুদিন যেতে না যেতেই এলাকার ‍একটি দুষ্কৃতকারী চক্র রাতের আঁধারে পুনরায় অবৈধ সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ এই খবর পেলে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করে প্রায় ৫০০ বাসা-বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল ও আব্দুল মান্নানসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।