• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দেলদুয়ারে খুনের ঘটনায় মামলা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের দেলদুয়ারে শ্যালো মেশিন নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় বৃহস্পতিবার ( ১৭ জানুয়ারি) মামলা করেছেন নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম।

দেলদুয়ার থানার ওসি একেএম সাইদুল হক বলেন, ভাইদের সংঘর্ষের ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দেলদুয়ার উপজেলার টেরিয়াঘোনা গ্রামের মনির উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে পৈত্রিক শ্যালো মেশিনের ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বড় ভাই তারা মিয়া জমিতে সেচ প্রকল্পের ড্রেন মেরামত করতে যায়। খবর পেয়ে আরো তিন ভাই বাদল, আয়নাল, সুরুজ ওই সেচ প্রকল্পের দখল নিতে যায়। সেখানে লাঠি, ফলা, টেটার আঘাতে সাতজন আহত হন। পরে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বাদল মিয়া মারা যান।