• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বাসাইলে নদী পারাপারে নৌকা আর বাশেঁর সাকোঁই ভরসা !

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বালিনা-ভৈরপাড়ার ঝিনাই নদীতে ব্রিজ না থাকায় জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর এলাকার মানুষেরা যারপরনাই ভোগান্তিতে পড়ছেন

স্কুল, কলেজগামী ছেলেমেয়েদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি ইজারার মাধ্যমে চলে এই ঘাটটি বর্ষায় নৌকা আর অন্য সময়ে বাঁশের সাঁকোই ভরসা

বর্ষায় নৌকার জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা এক ঘাট হতে নৌকা ছাড়লে ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় পার হওয়ার জন্য নৌকাটি আবার ঘাটে আসবে তারপর পার হতে হয়

বাঁশের সাঁকো অনেক সময় নষ্ট হয়ে থাকলেও দেখার যেন কেউ নেই ফলে এই ঘাট দিয়ে পানি ভেঙ্গে জনগণ চলাচল করছেন কোনো রকম যানবাহন চলাচল  করতে পারে না রাস্তাটি তলিয়ে যাওয়ায় হাবলা, ভোরপাড়া, আরোহাসহ বিভিন্ন গ্রামের মানুষ ও শিার্থীদের চলাচলে দারুণ সমস্যা হচ্ছে

এ ছাড়া এই ঘাটের রাস্তা দিয়েই  অন্তত ৮ গ্রামের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীদের চলাফেরা করতে হয় ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজার এবং বাসাইল উপজেলা সদরে যোগাযোগ করতে হয় এলাকাবাসী হাবলা ইউনিয়নের ভোরপাড়া-বালিনা ঘাটে একটি ব্রিজ নির্মাণের জন্য দাবি জানিয়ে বিফল হয়েছে

ব্রিজের অভাবে এলাকার উৎপাদিত কৃষি পণ্যও সংশ্লিষ্ট হাটবাজারে নিতে না পারায় কম দামেই স্থানীয়ভাবে বিক্রি করতে বাধ্য হন কৃষকেরা এমন অভিযোগ কৃষক হারিজ উদ্দিনের।

এ বিষয়ে স্কুল ছাত্র সম্রাট বলেন বাপ-দাদারা কষ্ট করে নদী পার হয়েছে আমরাও তাই করছি যদি এই নদীতে একটা ব্রিজ নির্মাণ করা হতো তবে আমরা সহজ ভাবে স্কুল কলেজে যেতে পারতাম

ভৈরপাড়ার শিক্ষক নারায়ণ চন্দ্র বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি বালিনা-  ভৈরপাড়ার ঝিনাই নদী এক ব্রিজ কিন্তু কেউ এর জন্য পদক্ষেপ নিচ্ছে না