• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মানিকগঞ্জে আ. লীগ সরব, বিএনপি নীরব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

গতবারের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলাতেই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়। ভরাডুবি হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের। অথচ আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে এখন পর্যন্ত মাঠে বিএনপির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তবে সরব রয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।

অনুসন্ধানে দেখা গেছে, প্রতিটি উপজেলায় অন্তত পাঁচ থেকে সাতজন আওয়ামী লীগ নেতা দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় নেতাদের মাধ্যমে তদবিরও শুরু করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, গতবার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকার কারণেই দলের ভরাডুবি হয়েছে। এবারও প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগেরবারের মতো ফল পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা বলেন, গত বছর মনোনয়ন বাণিজ্যের কারণে সঠিক প্রার্থীকে সমর্থন দেওয়া সম্ভব হয়নি। প্রতিটি উপজেলাতেই একাধিক বিদ্রোহী প্রার্থী ছিল। এ কারণে একটি উপজেলায়ও আওয়ামী লীগ প্রার্থীরা জিততে পারেনি।

তিনি বলেন, বর্তমানে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ও সংগঠিত। তাই এবার সবার মতামত নিয়ে

প্রার্থী নির্বাচন করা হবে। মনোনয়ন বাণিজ্য ঠেকাতে পারলে বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা জিতে আসবে বলে দাবি করেন তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এক নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তাতে দল এ নির্বাচনে অংশ নেবে কি না তা এখনো নিশ্চিত নয়। বিএনপির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা রয়েছে। তাদের মাঠেই নামতে দেওয়া হচ্ছে না। জাতীয় নির্বাচনের পরও মামলা, গ্রেপ্তার অব্যাহত রয়েছে। তার পরও সুষ্ঠু নির্বাচন হলে মানিকগঞ্জের সবকটি উপজেলায় আবারও বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন।