• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সখীপুরের মাজারে বোমা ট্রাজেডি দিবস আজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের সখীপুরের ফালু চাঁন শাহ (ফাইল্যা পাগলার) মাজারের বাৎসরিক মেলায় বোমা হামলা বিস্ফোরণের শুক্রবার ১৬ বছর পূর্ণ হলো

২০০৩ সালের ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মাজারের কাছে আকস্মিকভাবে পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয় এতে ১০ জন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়   

হামলাকারীরা কে তা প্রথমে জানা না গেলেও কয়েক বছর পর জঙ্গি সংগঠন জমাতুল মুজাহিদ বাংলাদেশ (জেএমবি) হামলার দায় স্বীকার করে এরপর কয়েক বছর দিনে পুলিশি পাহাড়ায় মেলা হতো এবং রাতে মেলা নিষিদ্ধ ছিল

মেলা উদযাপন কমিটির সভাপতি সাইফুল ইসলাম শামীম বলেন, বোমা হামলার পর মেলা কয়েক বছর বন্ধ ছিল এখন পুনরায় মেলার প্রাণ ফিরে এসেছে

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন, মেলায় নিরাপত্তা বলয়ে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে এ বছর মেলা সুষ্ঠভাবে উদযাপিত হবে বলেও তিনি আশা করেন

উল্লেখ্য, সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামে প্রায় অর্ধ শত বছর ধরে প্রতি বছরের   মাঘী পূর্ণিমায় মেলা শুরু হয়ে মাসব্যাপী চলে এ মেলা