• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আশুলিয়ায় চাঁদা না পেয়ে কারখানা ভাংচুরের অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

আশুলিয়ার ভাদাইল এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা কারখানা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ওই কারখানার মালিক আশরাফ হোসেন বাদী হয়ে আবদুল জলিল নামের এক ব্যক্তিসহ ৮-১০ জনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার৯১৮ জানুয়ারি) রাতে ভাদাইল উত্তরপাড়া এলাকার কালার টেক নামের একটি কারখানায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

কারখানার মালিক আশরাফ হোসেন জানান, কালার টেক কারখানার পাশেই তিনি একটি বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ শুরু থেকেই কয়েকজন চাঁদাবাজ চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় শুক্রবার রাতে কারখানাটির গ্লাস, জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। শনিবার সকালে আশুলিয়া থানায় ৮-১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেই।