• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তারের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সহকারি প্রধান শিক্ষক মনিরা বেগম, সহকারী শিক্ষক হযরত আলী, এটিএম মফিদুর রহমান উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার বিকল্প কিছুই নেই। শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিনামূল্যে তুলে দিচ্ছে।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা মন দিয়ে পড়ালেখা করবে। মানুষের মত মানুষ হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের গৌরব অর্জন করবে। তোমারাই আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যত রাষ্ট্র নায়ক তৈরী হবে। সেভাবে তোমরা পড়ালেখা করে গড়ে ওঠো। পড়ালেখার পাশাপাশি তোমরা খেলাধুলাও করবে।’

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান পরিবেশন করে।