• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে দুই উপজেলাবাসী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটফতেপুর-পারদিঘী-কাঞ্চনপুর সড়কের হাটফতেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের ওপর পাকা ব্রিজটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পিলারসহ ব্রিজটি ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দুই উপজেলাবাসী।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও দুই উপজেলার হাজার হাজার লোকজন কয়েক মাইল ঘুরে দুই উপজেলার সঙ্গে যাতায়াত করছেন।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, গত বছর নভেম্বরের শেষ সপ্তাহে হাটফতেপুর-কাঞ্চনপুর-পারদিঘী রাস্তায় হাটফতেপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের উপর প্রায় ৫০ মিটার পাকা ব্রিজটির মাঝখানের পিলারসহ ব্রিজটি হঠাৎ ভেঙ্গে পরে।

ব্রিজটি ভেঙ্গে পরায় যোগাযোগের ক্ষেত্রে মির্জাপুর উপজেলা ও পার্শ্ববর্তী বাসাইল উপজেলাসহ আশপাশের পারদিঘী, চরপাড়া, সুতানরী, ফতেপুরসহ ৩০-৪০টি গ্রামের হাজার হাজার লোকজন যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগে পরেছেন।

ব্রিজটির পাশে হাটফতেপুর বৃহৎ হাট বাজার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার, হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়, হাটফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, ইউনিয়ন ভূমি অফিস, আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয়, থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারদিঘি মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে। অথচ ভেঙ্গে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কার ও নতুনভাবে নির্মিত না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘ব্রিজটি নতুনভাবে নির্মাণের জন্য মাটি পরীক্ষা ও ডিজাইনসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্র ব্রিজটির কাজ দ্রুত করা হবে।’