• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ মে ২০২২  

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাজারে সয়াবিন তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় রেখা রানী ট্রেডার্সের মালিক পূর্ন সাহাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরে জব্দকৃত ৫ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। সংকটের বাজারে তেল পেয়ে খুশি স্থানীয়রা। নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, কৃত্রিম সংকট তৈরি করে এই দোকানি প্রতি পাঁচ লিটার বোতলজাত তেল বিক্রি না করে মজুত রেখেছে। পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বিক্রি করবে।