• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সুতিপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী রেজাউল করিম রাজা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০২২  

ঢাকার ধামরাই উপজেলার ৯নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সহ বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলে ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।১৩ জন মহিলা মেম্বার ও ৪৭ জন সাধারণ মেম্বারসহ ৭০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পৃথক পৃথক ভাবে উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তারের কাছে প্রার্থীরা এ মনোনয়ন পত্র জমা দেন।

ধামরাইয়ের সুতিপাড়া ইউপি নির্বাচনে দলীয় ভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিল। একাধিক ব্যক্তি প্রার্থী হওয়ায় বর্তমান নৌকার প্রতীকের নির্বাচিত চেয়ারম্যানসহ ৫ জনের নামই কেন্দ্রে নির্বাচন বোর্ডের কাছে প্রেরণ করেন উপজেলা নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা। যারা মনোনীত হয়নি সকলেই নৌকার পক্ষে নির্বাচনে সহযোগিতা করবে বলে একমত হয়েছেন। 

এ নির্বচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসে।

স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, এসএম তানভীর আহমেদ, কালামপুর বণিক সমিতির সভাপতি রবিউল করিম রুবেল, সোহেল হায়দার চৌধুরী, মোঃ নূরুজ্জামান,মোঃ রফিজুর রহমান চৌধুরী,মোঃ সালে আকরাম, মোঃ আলীনুর রহমান প্রমূখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আয়েশা আক্তার বলেন, ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই হবে ১৯ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জুন। সকল প্রার্থীরা সুশৃংখল ভাবে তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তিনি আরো বলেন, সূতিপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬'শ ৯০ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন মহিলা মেম্বার পদে ও ৪৭ জন সাধারণ মেম্বার পদে(পুরুষ) সহ ৭০ জন নির্বাচনে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।