• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মে ২০২২  

গাজীপুরে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি কলেজের প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক।

গাজীপুর মহানগরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা শিক্ষকরা দিনভর প্রখর রোদ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের গেট অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্বভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ সময় কোনো পরিবহন বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে যেতে পারেনি। তবে কর্মসূচি অসহিংস ও শান্তিপূর্ণ হলেও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র আনসার সদস্যরা মূল ফটক বন্ধ করে সতর্ক অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, অতীতে আমাদের অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিয়েও কথা রাখেনি। তাই এবার স্বয়ং শিক্ষামন্ত্রী এসে আমাদের দাবি আদায়ের আশ্বাস না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে আমাদের সরকারি সুযোগ-সুবিধার বাইরে রাখা হয়েছে। প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এমনকী করোনাকালীন প্রতিষ্ঠান বন্ধ থাকার অজুহাতে নামমাত্র বেতনও বন্ধ ছিল। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তহবিল সংকট ও নিজস্ব আয়ের উৎস না থাকার অজুহাতে নন-এমপিও শিক্ষকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন।