• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শ্যামল দত্তের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মে ২০২২  

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় দায়ের হওয়া মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভারের সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভার প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।

সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ মোস্তফা বলেন, ‘শ্যামল দত্তের মত একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে কেও বেনিফিট নিতে পারবে না। কারণ সারা বাংলাদেশের সাংবাদিকরা এর বিরুদ্ধে সোচ্চার আছে। শ্যামল দত্তসহ যাদের এই মামলার আসামি করা হয়েছে তাদের নিঃশর্তভাবে রেহাই দিতে হবে।’ মানববন্ধনে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য এবং আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া।