• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

টাঙ্গাইলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০২২  

টাঙ্গাইলে শুক্রবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় খলিলুর রহমানের বাসায় নিববন্ধন ফরম পূরণ করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান। 

এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দীন আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আগামী ৯ জুন পর্যন্ত চলবে। টাঙ্গাইল সদর উপজেলা ছাড়াও ঘাটাইল ও সখীপুরে এ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনকালে জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান ভোটারযোগ্য নাগরিকের কেউ যেন তালিকা হতে বাদ না পড়ে এবং কর্তনযোগ্য (মৃত) ব্যক্তিগণের নাম যাতে নির্ভুলভাবে কর্তন করা হয় তার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া ভোটার তথ্য থেকেই জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার হয় উল্লেখ করে তিনি সঠিক তথ্য দিয়ে সঠিক ব্যক্তি যেন তালিকাভুক্ত হন তার জন্যও সবার সহযোগিতা কামনা করেন।