• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কেরানীগঞ্জে গায়কের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০২২  

রাজধানীর কেরানীগঞ্জের ওয়াশপুরে একটি বাসা থেকে ইউটিউবে জনপ্রিয় গায়ক আতিফ আহমেদ নিলয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মে) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করা হয় নিলয়ের মরদেহ। এরপর তাকে নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আতিফ আহমেদ নিলয়ের সহকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার পারিবারিক বিভিন্ন বিষয়ে স্ট্যাটাসও পোস্ট করেছিলেন তিনি।


এ সময় তারা দাবি করেন, আতিফের মৃত্যুর পরেই কেউ তার দেওয়া পুরাতন স্ট্যাটাস উদ্দেশ্য প্রণোদিতভাবে মুছে ফেলেছেন।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করতে পারেন আতিফ আহমেদ নিলয়।

নিহত আতিফ আহমেদ নিলয় বেশ জনপ্রিয় ছিলেন ইউটিউবে। তিনি কেরানীগঞ্জের ওয়াশপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার জনপ্রিয় গানগুলো হচ্ছে- ‘কার বাসরে ঘুমাও বন্ধু‘, ‘বোকা পাখি‘, ‘তোরে আমি ভালোবাসি‘ ইত্যাদি।