• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাই গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মে) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২ একটি দল। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ায়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত মুফতি আব্দুল হাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) প্রতিষ্ঠাতা আমির। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে বোমা পুঁতে রাখা এবং রমনা বটমূলে বোমা হামলা মামলার আসামি তিনি। দুটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি। এ ছাড়াও একাধিক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি তিনি।