• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কেরানীগঞ্জে অস্ত্রসহ ছয় ডাকাত সদস্য আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২২  

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৩। অভিযানে একটি চাইনিজ কুলাড়, একটি লোহার রড, একটি চাপাতি, একটি লোহার তৈরি ছোরা, একটি স্টিলের তৈরি ছোরা, একটি লোহার তৈরি কাটার, একটি প্লাস এবং একটি পাটের রশি উদ্ধার করার তথ্যও জানায় বাহিনীটি।

বুধবার বিকালে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- মো. রিপন, মো. নাজমুল হোসেন, মো. নাহিদ, মো. জীবন হোসেন, মো. জুয়েল এবং মো. রিপন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব জানতে পারে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পথচারী, রিকশা আরোহী, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ সিএনজি যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ডাকাতি হচ্ছে। এমন খবর পেয়ে র‌্যাব-৩ এর একটি বিশেষ দল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রিপন, মো. নাজমুল হোসেন, মো. নাহিদ, মো. জীবন হোসেন, মো. জুয়েল এবং মো. রিপন নামের ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়। আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।