• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মির্জাপুরে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২২  

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বনায়ন প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি নিরাপদ খাবার পানির প্লান্ট প্রবাহের উদ্বোধন করা হয়।

পুলিশ ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে এবং বনায়ন প্রকল্পের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রবাহ প্রকল্পের সহযোগিতায় নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনের ফলে পুলিশ ট্রেনিং সেন্টারে আগত প্রশিক্ষণার্থী এবং দর্শনার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন।

এসময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বনায়ন ও প্রবাহ প্রকল্পের প্রতিনিধি শেখ শাবাব আহমেদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ রাজিবুল হাসান এবং বনায়ন ও প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আহমেদ রায়হান আহসানউল্লাহ, মিজানুর কবির, মোসলেমা আক্তার মায়া, আখতার আনোয়ার খানসহ পুলিশ ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৯৮০ সালে বনায়ন প্রকল্প যাত্রা শুরু করে। এখন পর্যন্ত ১৮ জেলায় সাড়ে ১১ কোটি গাছের চারা বিতরণ এবং রোপণ করেছে। এছাড়াও প্রবাহ ২০০৯ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ১১২টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের মাধ্যমে দুই লাখ ৭৫ হাজারের অধিক মানুষের দৈনিক পানি সরবরাহ নিশ্চিত করেছে।