• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

অনিবন্ধিত দুই ক্লিনিক সিলগালা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০২২  

সাভারে নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে ক্লিনিক দুটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠান দুটি হলো সাভার জেনারেল হাসপাতাল ও মুক্তি ক্লিনিক। এ সময় জুথী চক্ষু হাসপাতাল, এএইচএন স্বাস্থ্য কেন্দ্র ও স্প্রে ডায়াগনস্টিক সেন্টারকে কাগজ ঠিক করতে দুদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য বিভাগ।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়ন করতেই এ অভিযান পরিচালনা করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে।