• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সাভারে আরো ৩ ক্লিনিক সিলগালা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০২২  

অনিবন্ধিত ক্লিনিক বন্ধের স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা বাস্তবায়নে সাভারে অনিবন্ধিত ৩ ক্লিনিক সিলগালা করে সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া আরো দুটি ক্লিনিকের কাগজপত্র ঠিক করতে ৭ দিনের সময় বেধে দেয়া হয় অভিযান থেকে।

রবিবার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে এবং আর.এম.ও ডা. সায়েদুর রহমান, কার্ডিওলোজিস্ট ডা. আশরাফ এর সমন্বয়ে সাভার উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আজকের অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় নিবন্ধন না থাকায় সাভারের আনন্দপুর এলাকার দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, উলাইল এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল এবং হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।এছাড়া সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র নবায়ন করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ত্বে থাকা ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদার নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে সাভারের সব অনিবন্ধিত ক্লিনিক বন্ধ করে দিতে এমন অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সাভারে অভিযান চালিয়ে দুই হাসপাতাল সিলগালা করা হয়েছিলো।