• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সিলেটে বানভাসিদের ওষুধ-খাবার দিলেন সাভারের জনপ্রতিনিধি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

বানভাসি মানুষের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছে সবাই। তাদের কষ্টে কাঁদছে সারা দেশ। তবে থমকে নেই। কারণ লড়াই করে বাঁচতে জানে বাংলাদেশ। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিল্পী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনসহ সাধ্যমতো ঝাঁপিয়ে পড়েছেন বানভাসি মানুষের সহযোগিতায়। 

চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়েও পৌঁছে গেছেন তাদের মাঝে। হাজার হাজার মানুষের মতো সিলেটের অসহায় বানভাসি মানুষের টানে খাবার নিয়ে ছুটে গেছেন ঢাকার সাভারের এক জনপ্রতিনিধি। নৌকায় করে দুই দিন ঘুরে ঘুরে শুকনা খাবার পৌঁছে দিয়েছেন বানভাসির ঘরে।

তিনি হলেন ঢাকা জেলার সাভার উপজেলার তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল আলম সমর। 

দুর্ভোগে পড়া মানুষের টানে ছুটে গেছেন সিলেটের দুর্গম পথে। বাবার নামে গড়া ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র, আড়াই হাজার মানুষের জন্য নতুন জামাকাপড় ও দুই হাজার পরিবারের ঘরে চিড়া, বিস্কুট ও শিশু খাদ্য পৌঁছে দিয়েছেন। শুধু তা-ই নয়, উপহারের তালিকায় ছিল লাইফ জ্যাকেটসহ ছয়টি নৌকা।

গত সোমবার সিলেটে পৌঁছে সকাল ১১টা থেকে বন্যাকবলিত মানুষের জন্য ওষুধ-খাবার বিতরণ শুরু করেন। টানা দুই দিন ধরে মানুষের পাশে থেকে বুধবার রাতে ঢাকায় ফেরার কথা।

মুঠোফোনে ফখরুল আলম সমর বলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দাবাদাকান্দী, রায়েরগাঁওসহ প্রায় ৩০টি গ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সাধ্যমতো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। জালালাবাদ ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের মানবিক সংঘ সহযোগিতায় পাশে ছিল। বিপদে ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এটাই তো আমাদের মানবিক বাংলাদেশ।