• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

প্রধান নদ-নদীর পানি কমছে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে। আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত থাকতে পারে।

গতকাল শনিবার বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি, সিকিম) মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


ফলে ওই সময়ে তিস্তা নদীর পানি বিপত্সীমার কাছাকাছি অবস্থান করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।