• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে রেজিস্ট্রার নিয়োগে জ্যেষ্ঠতা অনুসরণের দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার নিয়োগে জ্যেষ্ঠতার নিয়ম অনুসরণের দাবি জানিয়েছে অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুন অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে কর্তব্যরত কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব প্রদানের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ আজীম উদ্দিন বলেন, ইউজিসির নির্দেশনা রয়েছে রেজিস্ট্রার ভবনের প্রতিটি অফিস প্রধান হবেন কর্মকর্তারা। সেক্ষেত্রে জ্যেষ্ঠতা অনুসরণ করতেই হবে। আমাদের স্পষ্ট দাবি, জ্যেষ্ঠতার নিয়ম মেনেই রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে।

কর্মচারী সমিতির সভাপতি আ. রহিম বলেন, আমরা শঙ্কার জায়গা থেকে এ দাবি জানিয়েছি। কারণ প্রশাসন যেন নিয়ম ভঙ্গ করে পছন্দের ব্যক্তিকে রেজিস্ট্রারের দায়িত্ব না দেয়।

কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান বলেন, আমরা আভাস পেয়েছি যে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য ডেপুটি রেজিস্ট্রার রয়েছে। তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতা অনুসরণ করে রেজিস্ট্রারের দায়িত্ব অর্পণ করার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সর্বশেষ কর্মদিবস। এর আগে, গত ২৬ জুন 'অস্বচ্ছতার' অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্ট্রার নিয়োগ বোর্ড বসার নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে স্থগিত হয়েছে।