• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ পরলোকগমন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ পরোলোক গমন করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, নির্মল রঞ্জন গুহর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক শোক বিবৃতিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ্র বড় ছেলে অনুপম গুহ নয়ন জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তার পিতার মৃতদেহ আসার কথা রয়েছে। গত ১২ জুন রাতে গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার রাস্তা এলাকায় গুরুতর অসুস্থ পড়লে তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ্। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। নির্মল রঞ্জন গুহ ১৯৬৭ সালের ২১ জানুয়ারি ঢাকা জেলার দোহার উপজেলার পানকুণ্ডু এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা নিখিল চন্দ্র গুহ্ ও মা অনুভা গুহ্।