• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আটক ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০২২  

সাভারে একটি দূর পাল্লার চলন্ত বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে কয়েক যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে দু’জন ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার দু’জন হলেন মোঃ ফিরোজ ইসলাম বিজয় (২২) ও মোঃ হৃদয় শেখ (১৮)। তারা দু’জনই মানিকগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সিংড়া এলিগেন্স নামের একটি বাস নাটোরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি রাত ১২টার সময় সাভারের বাইপাইল এলাকায় পৌঁছলে সেখান থেকে কয়েকজন ডাকাত যাত্রীবেশে বাসে উঠেন। এ সময় বাসে আরো আনুমানিক চল্লিশজন যাত্রী ছিল।

তারা জানায়, বাসটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছলে বাইপাইল থেকে যাত্রীবেশে উঠা ওই পাঁচ ডাকাত বাসের ড্রাইভার ও হেলপারকে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইলফোনসহ মালামাল লুটপাট করে।

তারা আরো জানায়, এক ডাকাত গাড়িটি চালিয়ে টাঙ্গাইল দিয়ে ঘুরে আবার সাভারের বিপিএটিসির সামনে এসে গাড়িটি রাখেন। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়। আহত যাত্রীদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) হাবিবুর রহমান ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতি সাভারে নয় আশুলিয়ায় হয়েছে।