• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

রাজধানীতে তিন কেজি আফিমসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০২২  

রাজধানীর পল্টন ও বনশ্রী এলাকা থেকে তিন কেজি আফিম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি ডিএনসি। শনিবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আফিমের ক্ষতিকর দিক আফিম খেলে নিদ্রাহীনতা, বিষণ্নতা, অত্যধিক ঘাম, ধীর পালস গতি, দুর্বলতাসহ নানা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এ ছাড়া ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ আফিম সেবন। আফিমের ক্ষতিকর দিকগুলো জানার পর বিশ্বব্যাপী এর চাষ নিয়ন্ত্রণে পরিকল্পনা করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আন্তর্জাতিক নিয়ম-কানুন অনুসরণ করে।