• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনকে হাতুড়িপেটা করেছে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাতিজা লালন সরকার ও ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শনিবার রাতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। রোববার সকালে ভুক্তভোগীর পরিবার সাভার  মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্ত লালন ও ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকারের ভাতিজা। ভুক্তভোগী মো. জালাল উদ্দিন (৪৫) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি জাদুরচর এলাকার দুখু মিয়ার ছেলে।

আহত জালাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের নিজ ব্যবসা প্রতিষ্ঠান রামিম মোটরস এর সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লালন সরকার মদ্যপান অবস্থায় একটি নোয়া গাড়ি চালিয়ে জালাল উদ্দিনকে চাপা দেয়ার চেষ্টা করে। প্রতিবাদে তার দোকানের কর্মচারীরা গাড়ির সমানে জড়ো হয়।

তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় লালন সরকার মোবাইল ফোনে তার ভাই ইয়ার মোহাম্মদ ইয়াসিনকে ঘটনাস্থলে ডেকে আনে। পরে লালন তার গাড়িতে থাকা হাতুড়ি নিয়ে জালাল উদ্দিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা জালাল উদ্দিনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, আওয়ামী লীগ নেতাকে হাতুরিপেটার ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে আশাকরি অতিদ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হব।