• শনিবার ১০ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৭ ১৪৩০

  • || ২০ জ্বিলকদ ১৪৪৪

রাজশাহীর নিখোঁজ ৪ স্কুলছাত্রী সাভারে উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২  

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে তাদের উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে পুলিশি হেফাজতে রাখা হয়। রাজশাহী মেট্রোপলিট পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, তাদের মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম এবং অপরজন অষ্টম শ্রেণির ছাত্রী। তারা সবাই রাজশাহীর নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরীর টুলটুলি পাড়ার বাসিন্দা।

গত ২৬ জুলাই স্কুলে যাওয়ার কথা বলে ওই ৪ শিক্ষার্থীরা নিখোঁজ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর বাবা।

নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় তার মেয়েকে। পুলিশের ধারণা ছিল, চাঁদনী নামের এক নারী তাদের পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যান। সে অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ। স্কুলে যাওয়ার কথা বলে রাজশাহীর নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে ঢাকার সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।