• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

সাভারে ব্যবসায়ীকে হত্যার হুমকি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং কারখানার মালিকের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বওরা। তিন দিনের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের বেডরুমে হত্যা করে লাশ গুমের হুমকি দিয়েছে দুর্বৃওরা।


এঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কারখানার মালিক। আশুলিয়ায় গত এক সপ্তাহে চার জন হত্যাকাণ্ডের শিকার হওয়ায় ওই কারখানার মালিক আশঙ্কা করছেন যেকোনো সময় দুর্বৃওরা তাকেও হত্যা করতে পারে। এজন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।


 

জানা যায়, আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়ার দেওয়ান বাড়ি এলাকার ইসমাইল দেওয়ানের ছেলে স্থানীয় মিথিলা প্যাকেজিং অ্যান্ড এক্সসরিজ কারখানার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ দেওয়ান অপুকে (৩২) গত এক সপ্তাহ ধরে একটি গ্রামীণ ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে ও মেসেজ দিয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে দুর্বৃত্তরা।

হোয়াটসঅ্যাপে লাশ, কঙ্কাল, হাত পা ভাঙাসহ বিভিন্ন ছবিও পাঠাচ্ছে দুর্বৃত্তরা। এমন অবস্থায় তার কারখানা বন্ধ হওয়ার উপক্রম।

জীবনের নিরাপত্তা চেয়ে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি সাভার র‌্যাব ৪ অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী অবিলম্বে হত্যার হুমকিদাতা দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।