• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয় শুদ্ধাচার সুশাসন প্রতিষ্ঠায় মানিকগঞ্জ এলজিইডির উদ্যোগে সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠায় মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশল অফিসের উদ্যোগে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই অংশীজন সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডির ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দপ্তর সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ  রিপোর্টার মো. ইউসুফ আলী, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন প্রমুখ। সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক, এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডির নানা প্রকল্পে বিদ্যমান নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এলজিইডির নানা প্রকল্পে টেকসই উন্নয়নে পরিকল্পনামাফিক প্রকল্প নেয়ার আহ্বান জানান। সভাশেষে জাতীয় শোকের মাস উপলক্ষে মানিকগঞ্জ এলজিইডি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।