• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সাড়ে চার কোটি টাকার হেরোইনসহ ধরা মূল হোতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২  

রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে কৃষক ছদ্মবেশী হেরোইন ব্যবসায়ী জিয়ারুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৫। তার কাছে মিলেছে প্রায় সাড়ে ৪ কোটি মূল্যের হেরোইন। র‌্যাব বলছে- আটক জিয়ারুল কৃষিকাজের আড়ালে সরাসরি ভারত থেকে হেরোইন এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। উদ্ধারের দিক থেকে গেল চার বছরে মধ্যে দেশের উত্তরাঞ্চলে এটি সবচেয়ে বড় হেরোইনের চালান।

আটক জিয়ারুল ইসলাম (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরকোদালকাটি মৃত আব্দুর রহমানের ছেলে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার ঘটনার তথ্য জানাতে গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেন।

তিনি জানান, ভারত থেকে হেরোইন নিয়ে দেশে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজশাহী র‌্যাব-৫ সদর দপ্তরের একটি দল চাঁপাইনবাবগঞ্জের চরকোদালকাটিতে অভিযান চালান। র‌্যাব সদস্যরা জিয়ারুলের বাড়ির আশেপাশে অবস্থান নেন। রাত ৩টার পর জিয়ারুল হেরোইন নিয়ে বাড়িতে ঢোকেন। এ সময় র‌্যাব সদস্যরা তার বাড়ি ঘিরে অভিযান চালান। পরে ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে তাকে আটক করেন।

তাকে রাজশাহী সদর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানিয়েছেন, তিনি এবং তার অপর এক সহযোগী সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। তাদের এই চক্রের সদস্যরা সীমান্ত এলাকায় কৃষিকাজের আড়ালে ভয়ঙ্কর এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা সীমান্তের ওপার থেকে কৃষকের ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকেন। এর আগেও বেশ কয়েকবার তারা একইভাবে হেরোইনের মতো মাদক সরবরাহ করেছেন। তার এবং ওই সহযোগী পলাতক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।