• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সরকারি রাস্তার পাশে দেয়াল নির্মাণে বাধা, বৃদ্ধকে হত্যা করল ভাইয়ের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সরকারি রাস্তার পাশে দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় হাজি জমত আলী মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যা করেছেন তার চাচাতো ভাইয়েরা। রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জমত আলী ওই এলাকার নান্দুরা মেম্বারের ছেলে।

হত্যাকাণ্ডে জড়িত দেলোয়ার হোসেন ওরুফে দেলু (৪৫) ও তার ভাই নজরুল আলী (৪০) সম্পর্কে নিহতের চাচাতো ভাই। স্থানীয়রা জানান, সকালে নজরুল ইসলাম তার জমির একটি অংশ বাড়ানোর জন্য সরকারি রাস্তার পাশে দেয়াল দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে তার চাচাতো ভাই জমত আলী প্রতিবাদ করেন। এ নিয়ে জমির মালিক নজরুল ও তার ভাই দেলোয়ারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। 

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দেলোয়ার হোসেন জমত আলীর বুকে ঘুসি মারে। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আলম মণ্ডল বলেন, দেলোয়ার হোসেন ও তার ভাই নজরুল আলী সরকারি রাস্তার পাশের জমি দখল করে দেয়াল দেওয়ার সময় আমার বাবা ও চাচা প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার আমার বাবার বুকে ঘুসি মারেন। এতে আমার বাবার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে আমার বাবার মৃত্যু হয়। আমি এ হত্যার বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, সড়কের পাশে দেয়াল তৈরি নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।